বরিশাল
আগৈলঝাড়ায় ২৯৭ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা চার্চ অব বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প রাহুতপাড়ার (বিডি-০৩৫৮) উদ্যোগে বুধবার সকালে দুইশত সাতানব্বই জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পোশাক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের হলরুমে রেভা শান্তি মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রেভা বিশভ সৌরভ ফলিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, রাহুতপাড়া প্রকল্প পরিচালক উইলিয়াম রনি বাড়ৈ, এল সি সি কমিটির ফ্রান্সিস মিস্ত্রি, সমাজকর্মী লিংকন বাড়ৈ, মেমি মধু, বেনেডিক রায়, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, জগদীশ মন্ডল প্রমুখ। উল্লেখ্য সংস্থাটি সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও তাদের পরিবারের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে কাজ করে আসছেন।