বরিশাল
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিতে আগৈলঝাড়ায় উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিতে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে আগৈরঝাড়া উপজেলা সদরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত। বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির পাইক ও সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি বরুন কুমার বাড়ৈ প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতকে সমর্থন দিয়ে তাকে ২৯ মে নির্বাচনী বিজয়ী করতে ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষনা দেন।
ার্থী আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতকে সমর্থন দিয়ে তাকে ২৯ মে নির্বাচনী বিজয়ী করতে ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষনা দেন।