গৌরনদী
চেয়ারম্যান পদে আগৈলঝাড়ায় যতিন্দ্র ও গৌরনদীতে হাবিবের মনোনয়ন পত্র বাতিল
নিজস্ব প্রতিবেদকঃ উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান পদে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয় রোববার । এতে আগৈলঝাড়ার চেয়ারম্যান পদে প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাাপতি যতিন্দ্র নাথ মিস্ত্রী ঋন খেলাপির জামিনদাতা হওয়ার কারনে মনোনয়নপত্র ও ঋন খেলাপির কারনে গৌরনদী উপজেলার চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান মিয়ার মনোনয়পত্র বাতিল করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা সহকারী রিটানিং ও আগৈলঝাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার জানান, আগৈলঝাড়া উপজেলার চেয়ারম্যান পদে গত ২ মে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রি। রোববার যাচাই বাছাই শেষে খেলাপী ঋণের জামিনদাতা হওয়ায় যতীন্দ্র নাথ মিস্ত্রির মনোনয়ন বাতিল করা হয়। বর্তমানে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
গৌরনদী উপজেলা সহকারী রিটানিং ও গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বলেন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান পদে চার প্রার্থী মনোনয়ন জমা দেন বরিশাল জেলা মহিলালীগের সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সদ্য পদত্যাগকারী মেয়র ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মেয়রের সহদর মোঃ হাবিবুর রহমান মিয়া।রোববার যাচাই বাছাই শেষে ঋৃন খেলাপির কারনে মোঃ হাবিবুর রহমান মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসে রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। আগামি ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।