বরিশাল
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা – বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার মুন্ডবাসা গ্রামের মুন্সিবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঢাকাগামী অজ্ঞাত বাসের ধাক্কায় পথচারী একগৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় শুক্রবার পুলিশ অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম রসুল জানান, বৃহস্পতিবার রাতে বরিশালের উজিরপুর উপজেলার মুণ্ডপাশা গ্রামের আরিফ হলদার স্ত্রী ঝুমুর বেগম (৩০) স্থানীয় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ঢাকা – বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার মুন্ডবাসা গ্রামের মুন্সিবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় পৌছলে ঢাকাগামি অজ্ঞাতনামা একটি দুরপাল্লার বাস তাকে পিছণ দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বাসের ধাক্কায় গৃহবধূ ঝুমুর বেগম ছিটকে রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এলাকার লোকজন তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম রসুল বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মগর্গে প্রেরন করেছে। এ ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা আসামি করে শুক্রবার একটি মামলা দায়ের করেছে।