বরিশাল
উজিরপুরে খালা বাড়িতে বেড়াতে এসে লাশ হল স্কুল ছাত্রী
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের আমির ফকিরের মেয়ে ও আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী তামান্না আক্তার (১০) বৃহস্পতিবার খালা বাড়ি উজিরপুর পৌর সদরের ৪নং ওয়ার্ডের মাদার্শি মহল্লায় বেড়াতে আসে। শুক্রবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। মৃত্যুকে রহস্যজনক বলেছে পুলিশ। উজিরপুর মডেল থানা পুলিশ শুক্রবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের আমির ফকিরের মেয়ে ও আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী তামান্না আক্তার (১০) বৃহস্পতিবার খালা বাড়ি উজিরপুর পৌর সদরের ৪নং ওয়ার্ডের মাদার্শি মহল্লার সুলতান ফকিরের বাড়িতে বেড়াতে আসে। খালু সুলতান ফকির বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তামান্নাকে পাওয়া যাচ্ছিল না। খোজাখুজি করে বাড়ির পাকা ভবনের চিলাকোঠার আড়ার সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এ অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কি কারনে তামান্না আত্মহত্যা করেছে তা আমাদের বোধগম্য নয়। সুলতান ফকিরের প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন বলেন, তামান্নার মৃত্যু রহস্যজনক। সে কি আত্মহত্যা করেছে নাকি হত্যা করেছে বিষয়টি স্পষ্ট নয়। তামান্নার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান বলেন, শিশু কন্যা তামান্নার মৃত্যুর বিষয়টি রহস্যজনক। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোষ্ট মর্টেম রিপোট পাওয়ার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।