গৌরনদী
গৌরনদী ইসলামি উন্নয়ন পরিষদের উদ্যোগে তৃঞ্চার্ত পথচারীদের মাঝে শরবত বিতরন
নিজস্ব প্রতিবেদকঃ প্রচন্ড ও অসহনীয় তাপদাহের কারনে শ্রমজীবি খেটে খাওয়াসহ সাধারন মানুষ অতীষ্ঠ হয়ে উঠেছে। ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবন যাপন। বৃহস্পতিবার দুপুরে গৌরনদী ইসলামি উন্নয়ন পরিষদের উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের রিকসা, ভ্যান, অটো, মাহেন্দ্রা চালকসহ তৃঞ্চার্ত পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশের সভাপত্বি করেন গৌরনদী ইসলামি উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ বায়জীদ শরীফ। প্রধান অতিথি ছিলেন গৌরনদী ইসলামি উন্নয়ন পরিষদের উপদেষ্টা, গৌরনদী বিঅঅরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ আমীরুল ইসলাম শরীফ, মোঃ লিটন খান, মোঃ দর্পন শরীফ, মিজানুর রহমান ফাইটার, সাকিল শরীফ, পলক শরীফ ও মুমিন পতিক প্রমূখ। আলোচনা শেষে ঢাকা-বরিশাল মহাসড়কের রিকসা, ভ্যান, অটো, মাহেন্দ্রা চালকসহ তৃঞ্চার্ত পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরন করা হয়।