গৌরনদী
গৌরনদী টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী অমর কৃষ্ণ রায়ের পরলোক গমন\ বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা কালী মন্দির ট্রাট্রি বোর্ডের সদস্য ও টরকী বন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ্র মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব অমর কৃষ্ণ রায় (৭২) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতে পরলোক গমন করেছেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতী, নাতনী সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার রাতে গ্রামের বাড়ি পৌর সভার সুন্দরদী মহল্লায় অন্তষ্টক্রিয়া সম্পন্ন করা হয়।
অমর কৃষ্ণ রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন নিরিবিক্ষণ কমিটির আহবায়ক আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি), বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজু আহম্মেদ হারুন, আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্টাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বার্থী তাঁরা কালী মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শেখর দত্ত বনিক, পূজা উদ্যাপন কমিটির সাবেক সাধারন সম্পাদক সজল ঘোষ, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুলাল রায় দুলু সহ বিভিন্ন শ্রেনি পেশার নেতৃবৃন্দ।