গৌরনদী
আগৈলঝাড়ায় চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার-২
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ মিশন সার্ভিস সেন্টার নামে (এনজিও) এক প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে না পেয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটে অভিযোগ পাওয়া গেছে স্থানীয় দুই আওয়ামীলীগের নেতার বিরুদ্ধে । এ ঘটনায় রোববার রাতে বাংলাদেশ মিশন সার্ভিস সেন্টারের ডেভলপমেন্ট অর্গানাইজান মোঃ মাজাহারুল ইসলাম বাদি হয়ে আগৈলঝাড়া থানায় দুই আওয়ামীলীগ নেতার নাম উল্লেখসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। পুলিশ সোমবার এজাহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ মিশন সার্ভিস সেন্টারের ডেভলপমেন্ট অর্গানাইজান মোঃ মাজাহারুল ইসলাম (৪৫) জানান, তারা আগৈরঝাড়া উপজেলার পল্লি এলাকার হতদরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ দিন ধরে বাগধা ইউনিয়ন আওয়ামীগের ৮নং ওয়ার্ডের সদস্য ও আস্কর গ্রামের জ্যাকব বিশ্বাসের পুত্র মিল্টন বিশ্বাস (৪৬) ও একই কমিটির সদস্য, একই গ্রামের দীলিপ অধিকারীর পুত্র পার্থজন অধিকারী (২৩)সহ ৪/৫ নেতাকর্মি আফিসে এসে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা প্রায়ই আস্করস্থ অফিসে এসে গালিগালাজ করে ভয়ভীতি দেখিয়ে যান।
মামলার বাদি এজাহারে উল্লেখ করেন, গত ১৪ মার্চ মিল্টন বিশ্বাস ও পার্থজন অধিকারীর নেতৃত্বে ৪/৫ জন বাংলাদেশ মিশন সার্ভিস সেন্টারের আস্করস্থ কার্যালয়ে এসে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দেয়ায় বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে চলে যান। গত ১৯ এপ্রিল শুক্রবার অফিস বন্ধ ছিল। ওইদিন দুপুর ১২টার দিকে আসামি মিল্টন বিশ্বাস ও পার্থজন অধিকারীরসহ অন্যান্য আসামিরাা বাংলাদেশ মিশন সার্ভিস সেন্টারের ব্যবস্থাপক মঞ্জু বালাকে () ভয়ভীতি দেখিয়ে অফিসের চাবি ছিনিয়ে নিয়ে অফিসে ঢুকে ড্রয়ার ভেঙ্গে নগদ ৬লাখ টাকা এবং অফিসের ৯৬ লক্ষ টাকার ঋৃনদান লেজার, জরুরী ফাইলপত্র, লাইসেন্সসহ মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। ব্যবস্থাপক মঞ্জু বালা অভিযোগ করে বলেন, আমার কাছে অফিসের চাবি দাবি করেন চাবি না দিলে মিল্টন ও পার্থজন জারপূর্বক চাবি নিয়ে অফিসে ঢুকে ভাঙচুর আসবাবপত্র তছনছ ও লুটপাট চালায়। এতে আমি বাধা দিলে আমাকে মারধর করে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মিল্টন বিশ্বাস (৪৬) ও পার্থজন অধিকারী (৩২) চাঁদা দাবি ও হামলা লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। বাগধা ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হরনাথ হালদার এ প্রসঙ্গে বলেন, মিল্টন বিশ্বাস (৪৬) ও পার্থজন অধিকারী (৩২) ওয়ার্ড কমিটির সদস্য কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ ও মামলা দায়ের সম্পর্কে আমি কিছুই জানি না। যেহেতু মামলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ জহিরুল ইসলাম বলেন, চাঁদা দাবির ঘটনায় বাংলাদেশ মিশন সার্ভিস সেন্টারের ডেভলপমেন্ট অর্গানাইজান মোঃ মাজাহারুল ইসলাম বাদি হয়ে মিল্টন বিশ্বাস (৪৬) ও পার্থজন অধিকারীর (৩২) নাম উল্লেখ করে অজ্ঞাতানাসহ ৫জনকে আসামি করে রোববার রাতে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ সোমবার এজাহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।