গৌরনদী
গৌরনদীতে মাদকসেবী’র ৬ মাসের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিন রামসিদ্দি গ্রামের মাদকসেবী এরশাদ হাওলাদার (৩০)কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব আলম এ কারাদন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত এরশাদ হাওলাদারকে গতকালেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে সোপর্দ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার এস.আই মোঃ নজরুল ইসলাম জানান, উপজেলার দক্ষিন রামসিদ্দি গ্রামের মৃত বজলুর হাওলাদারের পুত্র এরশাদ হাওলাদার (৩০) ইয়াবা সেবন করে মাতাল অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে নিজ বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সাথে মাতলামী ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে। খবর পেয়ে তিনি (নজরুল) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে মাদকসেবী এরশাদকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।