বরিশাল
হানিফ পরিবহনের ধাক্কায় উজিরপুরে সিএনজি যাত্রী নিহত, আহত -৩
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা – বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার চায়না ক্যাম্প নামক স্থানে শুক্রবার হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক সিএনজির এক যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হন। আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়ছে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান জানান, বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন নামের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-১৮০০) ঢাকা – বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার চায়না ক্যাম্প নামক স্থানে পৌছলে শুক্রবার সকাল ১১টার দিকে গৌরনদী থেকে ছেড়ে আসা বরিশালগামী সিএনজিকে (বরিশাল মেট্রো থ-১১-২১৭৪) পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি ছিটকে পড়ে ঘটনাস্থলেই বরিশাল সদরের গোরস্থান রোডের, ধোপা বাড়ি মোড়ের মোঃ নুরুল ইসলাম মৃধার পুত্র গোলাম কিবরিয়া রানা (৩৮) নিহত ও বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নুরুল হক পেদার পুত্র জাহিদুল ইসলাম পেদা (৪৫), বরিশাল সদর উপজেলার গোরস্তান রোডের সালমান হাওলাদার এর পুত্র মোস্তফা (৩০) ও অজ্ঞাতনামা সিএনজি চালক (২৮) গুরুতরভাবে আহতহন। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।