গৌরনদী
সংবাদ প্রকাশের জেরে উজিরপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদকঃ সংবাদ প্রকাশের জের ধরে বরিশালের উজিরপুর উপজেলার দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা ও উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলামের (৩৬) উপর এক মাদক ব্যবসায়ী দলবল নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে জখম ও তার ব্যবহৃত মটরসাইকেল ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার সাংবাদিক রবিউল বাদি হয়ে ৬জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ও কাংশী গ্রামের সিরাজ সরদারের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ ফাহিম সরদার (২৪) দীর্ঘ দিন যাবত প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিল। গত ২৪ মার্চ বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শোলক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ মোঃ ফাহিম সরদারকে (২৪) আটক করে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) বাদি হয়ে ফাহিম সরদারের বিরুদ্ধে উজিরপুর মডের থানায় একটি মামলা দায়ের করে । এ নিয়ে গত ২৫ মার্চ দৈনিক নয়া দিগন্তে একটি সংবাদ ছাপা হয়। এতে ক্ষিপ্ত হয় ফাহিম।
উজিরপুর উপজেলার দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা মোঃ রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, ১৬ দিন হাজতবাসের পর গত ৮ এপ্রিল ফাহিম সরদার জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর থেকে আমাকে খুজতে থাকে এবং না পেয়ে মুঠোফোনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রান নাশের হুমকি দেন। ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ধামুরা বাজার থেকে মটরসাইকেলযোগে (বরিশাল মেট্রো-ল-১১-৩৫৮৯) আমি নিজবাড়ি ফেরার পথে শোলক ইউনিয়ন টেম্পু ষ্টান্ডের কাছে টুকু হাওলাদারের চায়ের দোকানের সামনে পৌছলে মাদক ব্যবসায়ী সদ্যকারামুক্ত ফাহিম সরদারের নেতৃত্বে তার ৪/৫ জন মাদকাশক্ত সহযোগী সন্ত্রাসী পথরোধ করে লোহার রড, লাঠিসোটা, ধারাল অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালিয়ে কিল ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে হত্যার উদ্ধেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করে এবং পিটিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আমার পকেট থেকে প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমার মটরসাইকেলটি ব্যবপক ভাঙচুর করেছে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সন্ত্রাসীরা যাওয়ার সময় এ নিয়ে বাড়াবাড়ি করলে জীবন নাশের হুমকি দেন।
অভিযোগের ব্যাপারে জানতে ফাহিম সরদারকে ফোন দিলে মুঠোফোন ধরেননি । উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় ৬জনকে আসামি করে সোমবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।