বরিশাল
গৌরনদীতে ঈদের দিন যুবদল নেতাকে পিটিয়ে জখম করার অভিযোগ যুবলীগ নেতাদের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে এলাকায় ঈদের প্রথম দিন গৌরনদী পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ রুহুল আমিনকে (৪২) স্থানীয় যুবলীগ নেতাকর্মিরা পিটিয়ে করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত যুবদল নেতাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ রুহুল আমিন (৪২) অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হামলা মামলার শিকার হয়ে গত ২/৩ বছর ঢাকায় অবস্থান করি। ঈদ উপলক্ষে বাড়িতে আসি। ঈদের প্রথম দিন দুপুর ১২টায় বাড়ি থেকে টরকী বন্দরে যাওয়ার পথে সুন্দরদী প্যাদা বাড়ির সামনে পৌছলে পৌর যুবলীগের কতিপয় নেতাকর্মি জিআই পাইপ, লোহার রড, লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে আমার পথরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। শত শত স্থাণীয় লোকজন ও ব্যবসায়ীরা প্রকাশ্যে দিবালোকে এ ঘটনা দেখলো সন্ত্রাসীদের ভয়ে আমাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। সন্ত্রাসী চলে যাওয়ার পরে স্থানীয় লোকজন ও স্বজনরা এসে আমাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে পৌর যুবলীগের একাধিক নেতাকর্মি। তারা বলেন, হামলার সঙ্গে যুবলীগের কোন নেতাকর্মি জড়িত নাই।