গৌরনদী
গৌরনদতে যাত্রীবাহি বাসের চাপায় শ্যালক দুলাভাই নিহত
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বটতলা নামক স্থানে মঙ্গলবার গভীর রাতে ঢাকাগামি যাত্রীবাহি বাসের চাপায় উজিরপুরগামি দুই মটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। গৌরনদী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারে কাছে হস্তান্তর করেছে। চেয়ারম্যান পরিবহন নামে বাসটি আটক করেছে। এ ঘটনায় বুধবার হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম রসুল মোল্লা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামি চেয়ারম্যান পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস রাত সাড়ে ৯টার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে । রাত পোনে ১১টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বটতলা নামক স্থানে পৌছলে বিপরীত দিগ থেকে আসা উজিরপুরগামি একটি মটরসাইকেল চাপা দেন। এতে ঘটনাস্থলেই উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের হাবুল সরদারের ছেলে উজ্জল সরদার (২৭) ও তার শ্যালক বাকেরগঞ্জ উপজেলার গুয়াখোলা এলাকার জালাল হাওলাদারের ছেলে দিন ইসলাম (১৮) নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পুলিশ জানান, চেয়ারম্যান পরিবহন বাসটি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে গৌরনদীর সিমান্তবর্তি এলাকায় ভূরঘাটায় আটক করেছে তবে চালক পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে।