গৌরনদী
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪॥ চেয়ারম্যান পদে গৌরনদীতে হারিছ আগৈলঝাড়ায় আশিককে প্রার্থী ঘোষনা
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের গৌরনদীতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র সাংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর একান্ত সহযোগী মোঃ হারিছুর রহমানকে ও আগৈলঝাড়ায় বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর কনিষ্ঠ পুত্র বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহকে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষনা করা হয়েছে। গত রোববার রাতে আগৈলঝাড়ার সেরালস্থ সংসদ সদস্যর বাসভবনে এ ঘোষনা করা হয়েছে বলে সেখানে উপস্থিত একাধিক নেতা ও একাধিক দলীয় সূত্র জানান। বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুজনকে প্রার্থী ঘোষনা দেওয়ার পরে রোববার রাতে শত শত দলীয় নেতাকর্মি ও অনুসারিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই নেতার ছবি দিয়ে সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনাসহ উচ্ছাস প্রকাশ করেছেন।
দলীয় সূত্র, একাধিক নেতাকর্মি ও সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষনা হওয়ার অনেক আগ থেকে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে মাঠে নামেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মহিলালীগের বরিশাল জেলা সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, গৌরনদী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন মুন্সী, পৌর মেয়রের সহদর আওয়ামীলীগ নেতা মোঃ হাবিবুর রহমান মিয়া, গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান। চেয়ারম্যান প্রার্থী হিসেবে এ সব প্রার্থীরা গত ৬/৭ মাস ধরে গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়নে ব্যানার, ফেষ্টুন, বিলবোর্ড স্থাপন, ব্যপক প্রচার প্রচারনা, মতবিনিময়সহ মাঠে গনসংযোগ করেছেন। রোববারের পর থেকে হঠাৎ করে সাম্ভাব্য প্রার্থীদের প্রচারনা কার্যক্রম স্থবির হয়ে পরে।
দলীয় একাধিক সূত্র জানান, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে রোববার রাতে গৌরনদীতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান ও আগৈলঝাড়ায় বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর কনিষ্ঠ পুত্র, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহকে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষনা করা হয়েছে। ওই সূত্র এ দুজনের প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হওয়ার অংশ হিসেবে আগামি ১২ এপ্রিল গৌরনদী পৌর সভার মেয়র পদ থেকে মোঃ হারিছুর রহমানের পদ ত্যাগ করবেন। মোঃ হারিছুর রহমানকে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষনা সম্পর্কে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন বলেন, বিষয়টি আমি জানি না। আপনি তো চেয়ারম্যান সাম্ভাব্য প্রার্থী হিসেবে গত ৬/৭ মাস মাঠে কাজ করেছেন আপনি প্রার্থী হবেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েছি তাই আমি উপজেলা নির্বাচনে চেয়ারম্যঅন প্রার্থী হব না। গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া এ প্রসঙ্গে বলেন, নেতা কর্মি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের একটি বিষয় প্রচার হচ্ছে তবে এটা সঠিক নয়। আপনি নিজেকে প্রার্থী ঘোষনা করে মাঠে প্রচারনা চালিয়েছে এখনো আপনি প্রার্থী হিসেবে অটুট আছেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতিরর উপরে সিদ্বান্ত গ্রহন করা হবে। গৌরনদী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন মুন্সী বলেন, বরিশাল -১ আসনের সংসদ সদস্য, আমার অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ যে সিদ্বান্ত দিবেন সে সিদ্বান্ত অনুযায়ি আমার প্রার্থী হওয়া না হওয়া নির্ভর করছে। আরেক সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোববার রাতে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর বাসভবনে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুসের উপস্থিতিতে রোববার রাতে বরিশাল-১ আসনের সাংসদের মনোনীত প্রার্থী হিসেবে মোঃ হারিছুর রহমানকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়েছে। সেহেতু আমি নির্বাচনে প্রার্তী হবো না।
আগৈলঝাড়ার দলীয় সূত্র জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাম্ভাব্য প্রার্থী সিহেবে ছিলেন বর্তমান চেয়ারম্যান ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাত, ও উপজেলা সাধারন সম্পাদক মোঃ লিটন প্রচারনা চালান। কিন্তু কিছুদিন ধরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বত্র আলোচনায় আসেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর কনিষ্ঠ পুত্র বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। এ নাম আসায় ওই সাস্ভাব্য প্রার্থীরা নিজেদের প্রার্থী হিসেবে প্রচারনা বন্ধ করে দেন। রোববার রাতে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর বাসভবনে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুসের উপস্থিতিতে রোববার রাতে বরিশাল-১ আসনের সাংসদের মনোনীত প্রার্থী হিসেবে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহকে প্রার্থী ঘোষনা করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাত বলেন, এ রকম সিদ্বান্তের কথা আমার জানা নেই। তার (রইস এর ) প্রার্থী হওয়া প্রসঙ্গে বলেন, শারীরিক অবস্থা খুব একটা ভাল না। সময় ও পরিস্থিতি অনুযায়ি সিদ্বান্ত নিবো। আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ লিটনের কাছে জানতে ফোন দিলে তিনি তা ধরেননি। আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ বলেন, রোববার আনুষ্ঠানিকভাবে আশিক আবদুল্লাহকে চেয়ারম্যান প্রার্থী ঘোষনার বিষয় আমি জানি না। তবে দলীয়ভাবে অনেক আগে আমরা ও সকল সহযোগী সংগঠন নেতাকর্মিরা তাকে প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছি। সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ আগৈলঝাড়ার উপজেলা চেয়ারম্যান প্রার্থী এটা নিশ্চিত।
এ প্রসঙ্গে কথা বলতে মোঃ হারিছুর রহমানকে ফোন দিলে তিনি তা ধরেননি। সেরনিয়াবাত আাশিক আবদুল্লাহর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বরিশাল-১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুসের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রসঙ্গে কথা বলতে রাজি হননি। তবে বরিশাল-১ আসনের সাংসদের সেরালস্থ বাসভবনে উপস্থিত বরিশাল জেলা কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী ও দলের কেন্দ্রীয়ভাবে নীতিমালা ঘোষনা করা হয়েছে। সেখানে চেয়ারম্যান পদে সংসদ সদস্যর মনোনীত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়ার সুযোগ নাই। নেতাকর্মিদের মতামতের ভিত্তিতে গৌরনদী-আগৈলঝাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার বিষয় নিয়ে সিদ্বান্ত হয়েছে।