গৌরনদী
আগৈলঝাড়ায় চাঁদা না দেওয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে পেটাল শ্রমিক লীগ নেতা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দাবিকৃত চাঁদা না দেওয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে রত্নপুর ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি প্রদীপ সমদ্দার সহযোগীদের নিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা গোডাউনে তালা মেরে বন্ধ করে দেন। এ ঘটনায় বুধবার আগৈলঝাড়া থানার লিখিত অভিযোগ করেছে ডিলার মনি শংকর সরকার।
প্রত্যক্ষদর্শী, মোল্লাপাড়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ৪টি ওয়ার্ডে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মনি শংকর সরকার। মঙ্গলবার সকালে মোল্লাপাড়া বাজারে ৩১৯ জন সুবিধাভোগীর মধ্যে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রি শুরু করেন । এ সময় একাধিক যুবক এসে চাঁদা দাবি করে না দিলে ডিলারকে মারধর করে। আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মনি শংকর সরকার অভিযোগ করে বলেন, রত্নপুর ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি প্রদীপ সমদ্দার কিছু দিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে বিভিন্ন সময় গালাগালসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে আসছিল। আমি গত মঙ্গলবার মোল্লাপাড়া বাজারে ৩১৯ জন কার্ডধারীদের কাছে চাল বিক্রি করতে গেলে রত্নপুর ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি প্রদীপ সমদ্দার ও তার সহযোগী রত্নপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মন্মথ সরকার এসে পুনরায় চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে এক পর্যায়ে তারা আমাকে বেদমভাবে মারধর করে গোডাউনে তালা মেরে বন্ধ করে দেয়। প্রদীপ এর আগে একাধিকবার আমার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে রত্নপুর ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি প্রদীপ সমদ্দার বলেন, রত্নপুর ইউনিয়নর খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ আমার নামে করার কথা ছিল কিন্তু মনিশংকর একা নিজের নামে করেছেন। এই নিয়ে তার সাথে আমার বিরোধ রয়েছে। কেন আমার নাম বাদ দেয়া হল জানতে চাইলে ডিলার মনি শংকর আমাকে গালাগাল করলে চর থাপ্পর দেয়া হয়েছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জহিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ এখনো পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন এ প্রসঙ্গে বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আমার কাছে মঙ্গলবার অভিযোগ করেছে আমি তাকে থানায় মামলা দায়েরের পরামর্শ দিয়েছে।