বরিশাল
উজিরপুরে এক কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর পৌরসভা সদরের ২নং ওয়ার্ডের ইচলাদী এলাকা থেকে মঙ্গলবার রাতে ১কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা রাজিব সরদার (৩৫) কে গ্রেপ্তার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ । এ ঘটনায় উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাকিবুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানান, উজিরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ইচলাদী মহল্লার সেলিম হাওলাদারের পানের বরজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর মঙ্গলবার রাতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান একদল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামের খালেক সরদারের পুত্র রাজিব সরদারকে (৩৫) একটি প্লাষ্টিক ব্যাগে কচটেপ পেচানো ১ কেজি ২শ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করেন।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাকিবুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত রাজীব সরদারের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।