বরিশাল
আগৈলঝাড়ায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক সুমি রানী মিত্র এই অভিযান পরিচালনা করেন।
বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানান, আগৈলঝাড়া সদরের বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যে তালিকা না থাকা ও মেয়াদ উর্ত্তীণ পন্য পাওয়ার অপরাধে মুদি দোকানের মালিক মনতোষ দত্তকে ৩ হাজার, গোবিন্দকে ২ হাজার, সবজির দোকানের মালিক মিন্টু মোল্লাকে ২ হাজার, লিটন মোল্লাকে ২ হাজার টাকা, আশরাফ মোল্লাকে ২ হাজার, সোহাগ সিকদারকে ২ হাজার, আ. সালামকে ২ হাজার ও হোটেল ব্যবসায়ী ইসহাক মোল্লাকে ২ হাজার টাকাসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।