গৌরনদী
গৌরনদীতে রাস্তার পাশে ঝোপ থেকে নবজাতক উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাটাজোর-সরিকল সড়কের রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ গেট সংলগ্ন বাটাজোর ইউনিয়ন পরিষদের কাছের একটি ঝোপ থেকে মঙ্গলবার রাতে পরিত্যক্ত একটি নবজাতক উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। শিশুটিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানান, স্থানীয় পথচারীরা চলাচলের পথে মঙ্গলবার রাত ৯টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাটাজোর-সরিকল সড়কের রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ গেট সংলগ্ন বাটাজোর ইউনিয়ন পরিষদের কাছের একটি ঝোপের মধ্যে একটি শিশুর কান্না শুনতে পান। বাটাজোর এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, রাত ৯টার দিকে আমি ও স্থানীয় শয়ন সরদার বাসায় ফিরছিলাম। পথিমধ্যে বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছলে রাস্তার পাশে ঝোপের মধ্যে থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পাই । পরে ঝোপের মধ্যে গিয়ে কাঁথায় মোড়ানো একটি ফুটফুটে কন্যা শিশু দেখতে পাই। পরবর্তিতে শিশুটিকে উদ্ধার করে বাটাজোর বন্দরে নিয়ে এসে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেই।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বলেন, নবজাতক শিশুটিকে কে বা কারা ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌকির আহমেদ বলেন, শিশুটি শারীরিক অবস্থা একটু খারাপই ছিল। হাসপাতালে নিয়ে আসার পর নবজাতককে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি এবং অনেকটা সুস্থ্য রয়েছে। গৌরনদী মডেল থানার পরিদর্শকে (তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে কোন নারী অবৈধ সন্তন জন্ম দিয়ে লোক লজ্জার ভয়ে বাগানে ফেলে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নবজাতককে বরিশাল বিভাগীয় বেবী হোস আগৈলঝাড়ার গৈলা বেবি হোমে হস্তান্তর করা হবে।