বরিশাল
গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার প্রত্যুষে ৫১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করে উপজেলা প্রশাসন। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সরকারী গৌরনদী পাইলট হাইস্কুলের মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুজকাওয়াজ প্রদর্শণ, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শণ, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থণা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সকল অনুষ্ঠানে গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী কর্মকর্তাআবু আবদুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ রফিকুল ইসলাম, থানার ওসি মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও মুজিব বর্ষের পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।