বরিশাল
গৌরনদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে নিখোঁজের দুই দিন পর বুধবার দুপুরে যুবক সাকিল বেপারীর (৩০) লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আলী বেপারীর (৫৮) বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ জানান, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মোহাম্মদ আলী বেপারীর (৫৮) পুত্র সাকিল বেপারী (৩০) গত ১৮ মার্চ রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তি কৃষি জমিতে ঈদুর মারার ঔষাধ দেয়ার জন্য বের হয়ে নিখোজ হন। অনেক খোজাখুজি করে না পেয়ে ছেলে নিখোজের ঘটনায় বাবা মোহাম্মদ আলী বেপারীর ১৯ মার্চ রাতে গৌরনদী থানায় একটি সাধারন ডায়রী করেন। গতকাল বুধবার দুপুরে স্থানীয়রা কটকস্থল গ্রামের একটি ধান ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলেই গিয়ে লাশ উদ্ধার করে পরে পরিবারের লোকজন সাকিল বেপারীর লাশ শনাক্ত করেন।
হত্যা মামলার বাদি মোহাম্মদ আলী বেপারী অভিযোগ করে বলেন, উপজেলার কটকস্থল গ্রামের সরোয়ার ফকির (৫৫), জব্বার আকন (৪৫), চান খান (৫০), কামরুল চৌকিদার (৪২) ও মেহেদী (৪২)র সঙ্গে জমাজমি নিয়ে বিরোধ চলছিল। আমার ধান ক্ষেতে আসা যাওয়ার পথে বিবাদিরা অরক্ষিত বৈদুতিক সংযোগ দিয়ে রাখে তাতে জড়িয়ে আমার ছেলেকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, বুধবার দুপুরে একটি ধান ক্ষেতে স্থানীয়রা লাশ দেখতে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠান। এ ঘটনায় নিহত সাকিল বেপারীর বাবা মোহাম্মদ আলী বেপারীর (৫৮) বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে। তদন্ত পূর্বক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।