গৌরনদী
আগৈলঝাড়ায় বাড়িঘরে হামলা ভাংচুর, ও মা ও মেয়েকে শ্লীলতাহানর ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদকঃ মামলার স্বাক্ষি হওয়ার জের ধরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামে শুক্রবার বাড়িতে হামলা চালিয়ে বসত ভাংচুর, লুটপাটসহ মা ও মেয়েকে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহকর্তা মিজানুর রহমান বাদি হয়ে ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞতনামা আরো তিনজনকে আসামি করে শনিবার আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন, পুলিশ ও আহতরা জানান, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামের মতিউর রহমানের ছেলে সোহেল হাওলাদার ও জাকির সরদারের সঙ্গে একই গ্রামের রুহুল আমিন হাওলাদারের পুত্র কাওছার হাওলাদারে সঙ্গে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সময়ে সোহেল হাওলাদার ও জাকির সরদারের বিরুদ্ধে থানায় মামলা করেন প্রতিপক্ষ কাওছার হাওলাদার। ওই মামলায় প্রতিবেশী মোঃ মিজানুর রহমানের স্ত্রী ফরিদা বেগম স্বাক্ষি হন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে একদল সন্ত্রাসী দেশীয় লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে হামলা করে বসত ঘর ভাঙচুর ও মা মেয়েকে মারধর ও শ্লীলতাহানি করে।
মামলার বাদি ফরিদা বেগমের স্বামী মিজানুর রহমান এজাহারে উল্লেখ বলেন, আত্মীয়র দায়ের করা মামলায় আমার স্ত্রী স্বাক্ষি হওয়ার অভিযোগে শুক্রবার সকাল ১০টার দিকে প্রতিবেশী সোহেল হাওলাদার (৪৫), জাকির সরদারের (৩৫) নেতৃত্বে ৫/৭জন সন্ত্রাসী লাঠিসোটা, লোহার রড ও দেশীয় ধারাল অস্ত্রী নিয়ে আমার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর শুরু করে এতে আমি বাধা দেয়ায় সন্ত্রাসীরা আমাকে মারধর শুরু করে । এ সময় আমার স্ত্রী ফরিদা বেগম (৫২) ও কন্যা লাইজু বেগম (৩৫) আমাকে রক্ষায় এগিয়ে এলে তাদের দুজনকে মারধর ও শ্লীলতাহানি ঘটায়। সন্ত্রাসীরা আলমারি ভেঙ্গে স্বর্নালংকার, মূল্যবান মালামাল ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যাওয়ায় সময় এ ঘটনায় মামলা করলে হত্যার হুমকি দেন।
অভিযোগের ব্যপারে জানতে চাইলে সোহেল হাওলাদার ও জাকির সরদার হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, ঝগড়াঝাটি হয়েছে। নিজেদের বসতঘর নিজেরা তসনস করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলম চাঁদ এ প্রসঙ্গে বলেন, বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞতনামা আসামি করে শনিবার আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।