বরিশাল
আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে দিন মজুরের বসত ঘর পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট গ্রামে শুক্রবার রাতে অগ্নিকান্ডে এক দিন মজুরের বসত ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। দিনমজুর পরিবার পরিজন নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। অসহায় দিনমজুর মাথা গোজার ঠাই হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।
উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ হেমায়েত সিকদার জানান, ইউনিয়নের পয়সা গ্রামের বাসিন্দা দিনমজুর হতদরিদ্র আবু বকর বয়াতির বসতঘরে শুক্রবার সন্ধ্যা রাতে আগুন লাগে। আগুন দেখে আশপাশের লোক ডাক চিৎকার দিয়ে এগিয়ে আসার আগেই সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। খুবই জড়াজীর্ন ঘর মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। দিনমজুর হতদরিদ্র আবু বকর বয়াতি কান্না জড়িত কন্ঠে বলেন, দীর্ঘ বিশ বছর ধইরা কাম কইররা (শ্রম খেটে) খাইয়া পইরা কোন রহম মাথা গোজার ঠাই একটু টিনের চালা দিয়ে বসতঘর করেছি। আগুনে মোর সব শেষ অইয়া গেল। মুই এ্যাহন পোলাপান লইয়া কোথায় থাকমু। অগ্নিকান্ডের খবর পেয়ে আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, ক্ষদিগ্রস্থ পরিবারটি খুবই অসহায় তার বসত ঘর নির্মাণেও সব ধরনের সহায়তা করা হবে ।