গৌরনদী
এডভোকেট সৈয়দ মাহাবুবুর রহমান আর নেই
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান ও সুপ্রীম কোর্টের আইনজীবি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুর রহমান (৭৭) বৃহস্পতিবার ফজর নামাজ বাদ ঢাকাস্থ তার নিজ বাসস্থানে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) । সৈয়দ মাহবুবুর রহমান অবিভক্ত গৌরনদী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন অন্যতম নেতা সৈয়দ মতলুবর রহমান ওরফে মধু মীর সাহেবের জেষ্ঠ্য পুত্র। এবং নোভো কার্গোর এমডি এস.এম. মোস্তাফিজুর রহমান দীনু ও ঢাকাস্থ গৌরনদী আগৈলঝাড়া সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবুর বড় ভাই ছিলেন। বৃহস্পতিবার সকালে ঢাকা গেন্ডারিয়ায় প্রথম জানাজা ও সুপ্রীম কোর্ট চত্বরে দ্বীতিয় জানাজা অনুষ্ঠিত হয়। মাগরিব বাদ গৌরনদী উপজেলার নাঠৈস্থ নিজ বাড়ি মসজিদের সামনে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রিয় মর্যদায় দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্রসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। ১৯৭১ সালে যুদ্ধবন্দী হয়ে যশোর সেনাবিাসে নির্মম নির্যাতনের শিকার হন সৈয়দ মাহাবুবুর রহমান। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর যশোর সেন্ট্রাল জেল থেকে মুক্তি পান। সৈয়দ মাহবুবুর রহমানের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক , সামাজি সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।