গৌরনদী
আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুৎ’র লাইনম্যানকে মারধর, দুইজন আটক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ায় পল্ল¬ী বিদ্যুৎ’র এক লাইনম্যানকে মারধর করেছে বিদ্যুৎ গ্রাহকরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দুই জনকে আটক করেছে পুলিশ। আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, কয়েক দিনের বৃষ্টিপাতের কারনে গাছ উপরে পরে পল্ল¬ী বিদ্যুৎ’র লাইন বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাকাল ৩নং ব্রীজ সংলগ্ন এলাকায় বিশ্বাস বাড়ি পল্লী বিদ্যুৎ’র লাইনম্যান অহিদুল ইসলাম কাজ করতে যায়। এসময় দেরীতে লাইন মেরামত করতে যাওয়ার অজুহাতে স্থানীয় বিদুৎ গ্রাহক অনুপ বিশ্বাস, দেবাশীষ বিশ্বাসসহ ৮-১০জনের একটি দল পল্লী বিদ্যুৎ’র লাইনম্যান অহিদুল ইসলাসকে মারধর করে আহত করে। গুরুতর আহত অবস্থায় লাইনম্যান অহিদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পল্ল¬ী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মধুসূধন রায় বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস (২০) ও অঞ্জন বিশ্বাস(৩০)কে আটক করেছে।