গৌরনদী
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নুর মহাম্মদের স্ত্রী স্কুল শিক্ষক মমতাজ বেগমের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সহযোগী অধ্যাপক, পটুয়াখালি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুর মোহাম্মদ এর সহধর্মিনী ও উত্তর পালরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিক মমতজ বেগম সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মমতাজ বেগম ছিলেন বাংলাদেশ সেনাবাহিীনির লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এর মমতাময়ী মা । সোমবার রাত ১০টায় মরহুমার বাবার বাড়ি চর ভূতুর দিয়া সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে তার শেষ ইচ্ছা অনুযায়ি তার বাবা মায়ের পাশে কবরস্থ করা হয়। মরহুমা মমতাজ বেগমের নামাজে জানাজায় দলমত নির্বিশেষে বরেন্য শিক্ষাবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয় স্বজনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। আজ বাদ আছর চর ভূতুর দিয়া সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত নুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, এক কন্যাসহ বহু আত্মমীয়স্বজন রেখে যান।