সারাদেশ
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা ও খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ মুন্সী। এসময় ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। একইদিন ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে খাঞ্জাপুর গ্রামের আবুল কালাম বয়াতীর রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরলে একই বাড়ির গিয়াস উদ্দিন, সিরাজ বয়াতী ও ফজলে বয়াতীর বসতঘর ও একটি গোয়াল আগুনে সম্পূর্ন ভষ্মিভূত হয়। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবরপেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাঁচটি বসতঘর সম্পূর্ন ভষ্মিভূত হয়।