Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বিএনপি নেতার দুটি গাভি লুটের পর এবার ছাগল লুট

    | ১৮:৫২, মার্চ ০১ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম সরদারের (৫৫) আড়াই লাখ টাকা মূল্যের দুটি গাভি লুটের পর এবার বৃহস্পতিবার দিবাগত রাতে সবশেষ অবলম্বন দুই মাসের অন্তঃ সত্বা রাম ছাগল লুট করে নিয়ে গেছে দূবৃত্তরা।
    স্থানীয় লোকজন, বিএনপি নেতা ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও নলচিড়া খানাবাড়ি গ্রামের মোঃ আবুল কালাম সরদার (৫৫) একটি গাভি ও একটি বড় ষাড় পালন করে আসছিলেন। গাভিটি দৈনিক ৬ কেজি দুধ দেয় যা বিক্রি করে আবুল কালাম ৪ সদস্যর পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত ২৭ ডিসেম্বর গাভি দুটি রাতের অন্ধকারে নিয়ে যায় অজ্ঞতনামা দূবৃত্তরা । পরবর্তি সে একটি রাম ছাগল পালন করে আসছিলেন বৃহস্পতিবার রাতে সেটিও নিয়ে দূবৃত্তরা। সব হারিয়ে কালাম নিঃস্ব হয়ে গেছে।
    বিএনপি নেতা আবুল কালাম অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে আমাকে নিঃস্ব করতে একের পর এক আমার গবাদি পশু লুট করে নিচ্ছে দূবৃত্তরা। একটি গাভিও একটি ষাড় লুট করে নিয়ে যাওয়ার পর সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে আমার রান্না ঘরে বেধে রাখা দুই মাসের অন্তঃসত্ত¡া রাম ছাগলটি লটু করে নিয়ে গেছে দূবৃত্তরা। এক বছর আগে ছাগলটি ১২ হাজার টাকায় কিনে পালন করে আসছিলাম কিছুদিন পরে বাচ্চা দিলে বিক্রি করে দিয়ে গরু কেনার আশা ছিল। কিন্তু সে আশাও করতে দিল না লুটেরারা ।
    তিনি আরো বলেন, এর আগে গত ২৭ ডিসেম্বর প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে গাভি দুটি বেধে আমরা ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ঘরে চারিপাশে লাইটের আলো দেখতে পাই এবং গোয়াল ঘরের কিছু লোকজনের কথা শুনতে পাই। উঠে দেখি বাড়ির সামনে রাস্তায় একটি মিনি ট্রাক ও ৩/৪টি মটরসাইলে নিয়ে ৮/৭ জন মুখোস পড়া সশস্ত্র দূবৃত্ত গোয়াল ঘর থেকে গাভি ও ষাড় দুটি মিনিট্রাকে তুলছে। এ সময় ওখানে কারা জানতে চাইলে দূবৃত্তরা গালিাগালাজ করে কথা বললে গুলি করে হত্যার হুমকি দেয়। এ সময় আমি ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে গৌরনদীর মাহিলাড়া এলাকায় টহলে থাকা এক পুলিশ কর্মকর্তা আমাকে সকালে থানায় জিডি করার পরামর্শ দিয়ে সংযোগ কেটে দেন। আমি ভয়ে চুপ থাকলে দূবৃত্তরা মিনি ট্রাকে আড়াই লাখ টাকা মূল্যের গাভি ও ষাড় দুটি লুট করে নিয়ে যান। আবুল কালাম আরো বলেন, গাভির দুধ করে আমার সংসার চলত তা খোয়া যাওয়ার পরে অর্ধাহারে অনাহারে দিন কাটে। এরই মধ্যে আবার আমার ছাগলটি লুট করে নিয়ে গেছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে অজ্ঞাতনামা রাজনৈতিক দূবৃত্তরা আমার গাভি ও ছাগল ছিনতাই করে নিয়ে গেছে। এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবহিত না। থানায় কেউ অভিযোগ করেনি। খোজ নিয়ে সত্যতা পাওয়া গেলে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হবে।

    Post Views: ১৮৩

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা
    • বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১
    • গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান
    • মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের বিচারের দাবীতে আগৈলঝাড়ার ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
    • মোংলায় দূষণরোধে পাটের পলিথিন বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে বিএনপি নেতার ছেলের হামলায় দুই ব্যবসায়ী জখম, প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট
    Top