গৌরনদী
গৌরনদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদকঃ শহিদদের বেদিতে পুষ্পার্ঘ অর্পণ সহ নানান কর্মসূচীর মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রাত ১২ টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রথমেই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপরই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের জনতা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রভাত ফেরি \ বুধবার সকালে উপজেলার প্রভাত ফেরিতে ছাত্র-জনতার ঢল নামে। ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সহ¯্রাধিক ছাত্র-ছাত্রীরা প্রভাত ফেরীতে অংশগ্রহন করে। এছাড়াও মাহিলাড়া ডিগ্রি কলেজের আয়োজনে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে প্রভাত ফেরিতে অংশগ্রহন করে। শিশুর রং তুলিতে ভাষা শহিদদের স্মরণ \ ভাষা শহীদদের স্মরণে বেলা এগারটায় শহিদ সুকান্ত বাবু হলরুমে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। এদিন কোমলমতি শিশু শিক্ষার্থীদের রং তুলিতে ফুটে উঠতে দেখা গেছে শহীদ মিনার সহ গ্রাম বাংলার চিত্র। পরে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে শহিদ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ওসি মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্যরা। শেষে কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।