গৌরনদী
উজিরপুর জ্ঞানের পাঠশালার উদ্যোগে বসন্তবরন অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত পল্লি গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের জ্ঞানের পাঠশালার উদ্যোগে বৃহস্পতিবার দিন ব্যাপি বসন্ত বরন ২০২৪ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদেন পরিবেশনায় অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা, আনন্দ আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থানীয়রা জানান, বরিশলের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের ঐতিহ্যবাহী জ্ঞানের পাঠশালার ব্যাপক আয়েজনে প্রতি বছর বসন্ত উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক মূল্যবোধ ও অবক্ষয় রোধে দেশীয় সাংস্কৃতির মাধ্যমে দেশীয় ঐতিহ্য ধরে রাখতে ও কুসংস্কার মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে উজিরপুরে প্রত্যন্ত অঞ্চলের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়–য়া এক ঝাঁক তরুন তরুণী মিলে গড়ে তুলেছে ব্যতিক্রমধর্মী সংগঠন জ্ঞানের পাঠশালা নামক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
ডহরপাড়া সামাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল থেকে দিনব্যাপী চলে অনুষ্ঠান মালা। মাঠে অনুষ্ঠান উপভোগ করতে নারী-পুরুষ, শিশু, বৃদ্ধা, যুবক-যুবতিসহ জড়ো হয় হাজারো মানুষ। জ্ঞানের পাঠশালা পরিচালনা কমিটির সভাপতি লামিয়া রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সভাপতি রাইসা রহমান উর্মির সঞ্চলনায় বসন্ত বরন অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন জ্ঞানের পাঠশালার উপদেষ্টা বরিশাল বিশ্ব বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ মোঃ লোকমান হোসেন, সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফ উদ্দিন ওয়ালিদ, বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত টেচার ট্রের্নিং কলেজের সহযোগী অধ্যাপক সঞ্জয় গোলদার, গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক হোসনে জাহান আরা ইরানী, ডহরপাড়া সামাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুর রহমান, উন্নয়ন সংগঠক মোঃ খালেদুর রহমান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, গুঠিয়া সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মাসুদ পারভেজ, সাংবাদিক আব্দুর রহিম, খায়রুল ইসলাম, মাহফুজ ও শামীম মীর। বক্তব্য রাখেন জ্ঞানের পাঠশালার সাধারন সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারন সম্পাদক আরিফ মোল্লা, সরকারি বাবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবাশীষ হালদার, মেহের নিগার বালিকা বিদ্যালয়ের সভাপতি লায়লা মাহমুদা লিলি, ডহরপাড়া সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান, কাজী আফিফা আক্তার, ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আনিসুল হক খান, সরকারী শিক্ষক আরজু মিয়া অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ.ন.ম. লুৎফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আগত স্থানীয় নার্গিস সুলতানা (৪৫), ফজলুল হক বলেন, জ্ঞানের পাঠশালার উদ্যোগে আমাদের সন্তানেরা বিভিন্ন জ্ঞান শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সুযোগ পেয়েছে। শিশু শিক্ষার্থী সুজন, শাহিন, শারমিন বলেন, আমরা বিনোদনের মধ্য দিয়ে এখান থেকে অনেক কিছু শিখতে পারছি।
উল্লেখ্য ২০১৮ সালে বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত পল্লি গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ পড়–য়া এলাকার মেধাবী শিক্ষার্থীরা স্থানীয় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনির পর্যন্ত শিক্ষার্থীদের ইংরেজী ভাষা শিক্ষা, বিনোদনের মাধ্যমে শিক্ষা, বিতর্ক শিখন-প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতা, ভাইবা পরীক্ষার প্রস্তুতি, সৃজনশীলতা বৃদ্ধির কৌশল, সংগীত চর্চা, ধর্মীয় শিক্ষা, প্রাথমিক চিকিৎসার ধারনাসহ সাধারন জ্ঞান শিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ পড়–য়া মেধাবীরা ছাত্র ছাত্রীরা প্রতিষ্ঠা করেন জ্ঞানের পাঠশালা। বিনা পয়সার পাঠদান করা হয়।