বরিশাল
আদালতের রিকল জালিয়াতির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর মডেল থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে আদালতের রিকল জালিয়াতির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম মিলন খানকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের বর্তা গ্রামের মোঃ মোশারফ খানের পুত্র।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান জানান, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের বর্তা গ্রামের মোঃ মোশারফ খানের পুত্র ও উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম মিলন খানের বিরুদ্ধে ২০১৮ সালে উজিরপুর মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলায় শফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হলে শফিকুল ইসলাম বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে জামিন পেয়েছেন মর্মে জাল রিকল তৈরী করে থানায় জমা দেন। পরবর্তিতে জামিনের রিকলটি জাল হিসেবে ধরা পড়লে তার বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়। ২০২০ সালে রিকল জালিয়াতির মামলায় উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম মিলন খানকে আদালত তিন বছরের কারাদন্ড প্রদান করেন। সেই থেকে শফিকুল ইসলাম পলাতক রয়েছে। উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে আদালতের রিকল জালিয়াতির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম মিলন খানকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।