গৌরনদী
আগৈলঝাড়া-গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত, আহত-৫
নিজস্ব প্রতিবেদঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে বৃহস্পতিবার গভীর রাতে মটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত একজন আহত হয়েছে। গুরুতরভাবে আহত এক জনকে আগৈরঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। শুক্রবার পুলিশ মেহেদীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে দিকে আগৈলঝাড়া উপজেলার সাব রেজিষ্ট্রি অফিসের সামনে মটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলের আরোহী কাঠিরা গ্রামের শাহিন হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার (৩০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় মটরসাইকেল চালক সাকিব খান (৩২) ও ভ্যান চালক কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ি গ্রামের সালাম খানের ছেলে বাবু খান (২৮) কে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি ভ্যান চালক বাবু খান মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার সকালে মেহেদী হাওলাদারের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করে। অপরদিকে বরিশালের গৌরনদীতে ঝালকাঠিগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১১-১১৭০) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ ৫ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসার কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীরা হলেন- ঝালকাঠি জেলার আফরোজা বেগম (৪৪), মর্তুজা শিকাদার (৬০), তানজিলা আক্তার (১৮, ঢাকা জেলার লায়লা শিকদার (৩৫), মেহেরজামী আক্তার রেবা(১৫)। বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা নিশ্চিত করেছেন। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে।