গৌরনদী
উজিরপুরে চারটি ভোট কেন্দ্রে অগ্নি সংযোগের চেষ্টা, আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল ভস্মিভূত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের তিনটি ও শিকারপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে শনিবার সকালে আগুন দেয়ার চেষ্টা চালায় অজ্ঞাতনামা দূবৃত্তরা। এ সময় পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করলে দূবৃত্তরা পালিয়ে যায় । আগুনে ভোট কেন্দ্রের তেমন কোন ক্ষতি হয়নি বলে পুলিশ জানান। তবে আওয়ামীলীগ নেতা একটি মটরসাইকেল সম্পূর্নভাবে পুড়িয়ে দেয়।
স্থানীয় লোকজন, পুলিশ জানান, দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহন উপলেক্ষে উপজেলা প্রশাসন সম্পূর্ন প্রস্তুতি গ্রহন করেছে। উজিরপুর উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে পাহারা বসানো হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানুহার মাধ্যমিক বিদ্যালয়, হস্তিশুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কতিপয় অজ্ঞাতনামা দূবৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা চালায়। কিন্তু স্থানীয় লোকজনের তৎপরতায় ও পুলিশের ধাওয়ায় দূবৃত্তরা পালিয়ে যায়। আগুনে সামান্য ক্ষতি হয়।
উজিরপুরের ধামসার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বামরাইল ইউনিয়ন শ্রমিক লীগের ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ জাকির হোসেন জানান, তিনি কেন্দ্র পাহারা দিয়ে সকাল ৭টার দিকে নাস্তা খাওয়ার জন্য বাজারে যান। এ সময় ৬/৭ জন অজ্ঞাতনামা দূবৃত্ত ধামসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের স্কুলের বারান্দায় আগুন দেয়। আমরা টের পেয়ে লোকজন নিয়ে এগিয়ে এলে দূবৃত্তরা আমার মটরসাইকেরটি আগুন দিয়ে সম্পূর্ন পড়িয়ে দিয়ে পালিয়ে যায়। আমরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হই। বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম জানান, সকাল ৭টার দিকে সানুহার মাধ্যমিক বিদ্যালয় ও হস্তিশুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটে কেন্দ্র আগুন দেয় দূবৃত্তরা । আমরা সাথে সাথে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনি ফলে তেমন কোন ক্ষতি হয়নি। শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম জানান, সকালে খুব কুয়াসা ছিল। কেন্দ্রের নাইটগার্ড চলে যাওয়ার পরে সকাল সাড়ে ৭টার দিকে অজ্ঞতনামা দূবৃত্তরা ভোট কেন্দ্রের স্কুলের বারান্দায় অগুন দেয়। এলাকাবাসি টের পেয়ে আগুন নিভিয়ে ফেলে । আগুনে তেমন কোন ক্ষতি হয়নি শুধু কালো ধোয়ার দাগ পড়েছে। বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সরদার বলেন, বিএনপি জামাতের সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে আগুন দিয়ে আতংক সৃষ্টির চেষ্টা চালিয়েছে। আগুনে কোন ক্ষতি সাধিত হয়নি। রোববার সুস্ঠ শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান বলেন, শনিবার খুব সকালে অজ্ঞাতনামা দুর্বত্তরা উপজেলার হস্তিশুন্ড ভোট কেন্দ্রের পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে পেট্রোল দিয়ে আগুন দেয়। একই সময় সানুহার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে পাট কাঠি দিয়ে আগুন দেয়ার চেষ্টা চালায়। নিরাপত্তা কর্মীদের কারনে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ভোট কেন্দ্রে পাহারা আরো জোরদার করা হয়েছে।