বরিশাল
গৌরনদীতে নসিমন ও মটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী-সরিকল জিসিসিআর সড়কের নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল এলাকায় শনিবার সকালে নসিমন ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ নসিমনটি আটক করেছে।
পুলিশ জানান, বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের চর সরিকল গ্রাম থেকে প্রবাসী মোঃ সফিকুল ইসলাম (৩৫) নিজ সটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে শনিবার সকাল ৮টার দিকে একই উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল এলাকায় পৌছলে বিপরীত দিক গৌরনদী থেকে ছেড়ে আসা সিমেন্ট ভর্তি সরিকলগামি নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নসিমনটি উল্টে খাদে পড়ে এবং সফিকুল মটরসাইকেল নিয়ে সড়কে পরে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, নসিমন ও মটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অজ্ঞতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিম নসিমনটি আটক করেছে।