গৌরনদী
গৌরনদীতে সাকুরা পরিবহনের চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর এলাকার দক্ষিন বিজয়পুর মহল্লার শারমিন ক্লিনিকের সামনে বৃহস্পতিবার রাত সোয়া সাতটার দিকে ঢাকাগামি সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৪৮০৭) বাসের চাপায় বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা বাসটি অপসারন করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। পুলিশ সাকুরা পরিবহন বাসটি আটক করেছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম রসুল মোল্লা জানান, বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহন নামে বাসটি বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর এলাকার দক্ষিন বিজয়পুর মহল্লার শারমিন ক্লিনিকের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা মুলাদীগামি মটরসাইকেলকে চাপা ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুই আরোহী মারা যায়। মহাসড়ক থেকে সাকুরা বাসটি অপসারন করে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। চালক পলাতক রয়েছে। বাসটি পুলিশ আটক করেছে।