বরিশাল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশাল-২ গানে গানে প্রতিশ্রুতি ও ভোট প্রর্থনায় নকুল বিশ্বাস
নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া)কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দিয়েছেন গায়ক নকুল কুমার বিশ্বাস। নির্বাচন কমিশন থেতকে তাকে বৈধ প্রার্থী ঘোষনা ও প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে বরিশালের উজিরপুর-বানরীপাড়ার প্রত্যন্ত পল্লি এলাকার হাট বাজার, গ্রামের দ্বারে দ্বারে ঘুরে গানে গানে গানের মাধ্যমে নির্বাচনী এলাকার জনসাধারনের জন্য নিজের দেয়া অঙ্গিকার ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন বিশিষ্ট সংগীত শিল্পি নকুল বিশ্বাস।
বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী বিশিষ্ট সংগীত শিল্পি নকুল বিশ্বাসের নির্বাচন পরিচালণা কমিটির আহবায়ক নিহার রঞ্জন সিকদার জানান, নকুল কুমার বিশ্বাসের আদি পুরুষের বাড়ি উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতা গ্রামে। বর্তমানে কন্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাসের বাড়ি না থাকায় তার ভক্ত সাবেক প্রধান শিক্ষক নির্মালেন্দু শিকদারের ২১ শতাংশ জমি নকুল বিশ্বাসকে দান করেন। দানকৃত জমির উপর এই গুণী শিল্পীর বাসভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী। সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ থেকে তিনি গত দুই বছরের ধরে এলাকায় গণসংযোগ করে আসছিলেন। তিনি উজিরপুর-বানরীপাড়া উপজেলার পল্লি মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য নিজে এ আসনের প্রার্থী হয়েছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে গামছা প্রতীকের প্রচার-প্রচারনা ব্যপকতা বৃদ্ধি পাচ্ছে। উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ কর্মরত জাতীয় ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করার মধ্য দিয়ে প্রচারনা শুরু করা হয়।
গত রবিবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে সঙ্গে নিয়ে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়া কোঠা ওটরা, হারতা, সাতলা ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে কৃষক শ্রমিক জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। দুপুরে হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় গ্রামে এক হতদরিদ্র গরিব কৃষকের বাড়ির উঠানে পাটি বিছিয়ে দুপুরের খাবার খেয়ে সাধারণ জনতার হৃদয় কেড়ে নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের যুবক কমিটির কেন্দ্রীয় আহবায়ক হাবিবুর নবী সোহেল, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের সহধর্মিনী গোরি রানী বিশ্বাসসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। স্থানীয়রা জানান, শিল্পি নকুল বিশ্বাস গানে গানে অঙ্গিকার ব্যক্ত করে ভোট প্রার্থনা করেন। যা আমরা উপভোগ করি। কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস বলেন, মহান সংসদে না গেলে মানুষের চাওয়া তুলে ধরার জায়গা খুবই কম। বরিশালের প্রত্যন্ত পল্লি উজিরপুর-বানারীপাড়া উপজেলার অবহেলিত গণমানুষের কল্যাণে অবদান রাখতে চান। সেই কারণেই প্রার্থী হয়েছেন। সবার আশীর্বাদ প্রত্যাশা করেন তিনি। তিনি আরো বলেন, অতি সম্প্রতি এক রিপোর্টে দেখেছেন বরিশালের মানুষ গরীব বেশী। তার মধ্যে বরিশালের বিল অঞ্চল খ্যাত উজিরপুর –বানরীপাড়ার মানুষ সবচেয়ে বেশী দারিদ্র। এই দারিদ্র মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বি করা হবে। পল্লির নারীরা খুবই কষ্ট করে তাদের জন্য নারীবান্ধব কর্মসূচী ও প্রকল্প হাতে নেওয়া হবে। সন্ত্রাস মাদক মুক্ত এলাকা গড়ে তুলবো। আগামি ৭ জানুয়ারি এ অঞ্চলের ভোটারদের বিপুল ভোটে গামছা প্রতীকে বিজয়ী করে।