বরিশাল
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে র্যালি
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে র্যালি বের করা হয়। র্যলি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি গৌরনদী কলেজ থেকে র্যলি বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড প্রদক্ষিন করে গৌরনদী বাসষ্টান্ড জামে মসজিদের সামনে শেষ হয়। গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন মোল্লার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন গৌরনদী কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইত্তেসাম পারভেজ, গৌরনদী কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভীর হাসান তানিম, পৌর ছাত্রদল সদস্য রনি, সিফাত খান, ইয়াসিন আরাফাত, সোহান সরদার, আবির সিয়াম, ইমরান, রাকিব মৃধা, রাহাত সাকিব ও ওমর হোসেন প্রমূখ। বক্তারা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জ্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি দাবি ডামি নির্বাচন বর্জনের আহবান জানান।