গৌরনদী
গৌরনদীতে বিএনপি নেতার দুটি গরু লুটের অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম সরদারের (৫৫) আড়াই লাখ টাকা মূল্যের দুটি গরু ছিনতাই করে মিনি ট্রাকে করে নিয়ে গেছে মুখোস পড়া অজ্ঞাতনামা দূবৃত্তরা। এ ঘটনায় ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহায়তা চেয়ে পাননি বলে অভিযোগ করেন বিএনপি নেতা।
স্থানীয় লোকজন, বিএনপি নেতা ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও নলচিড়া খানাবাড়ি গ্রামের মোঃ আবুল কালাম সরদার (৫৫) একটি গাভি ও একটি বড় ষাড় পালন করে আসছিলেন। গাভিটি দৈনিক ৬ কেজি দুধ দেয় যা বিক্রি করে আবুল কালাম ৪ সদস্যর পরিবারের জীবিকা নির্বাহ করে থাকেন। আবুল কালাম অভিযোগ করে বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার গোয়াল ঘরে গাভি দুটি বেধে আমরা ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ঘরে চারিপাশে লাইটের আলো দেখতে পাই এবং গোয়াল ঘরের কিছু লোকজনের কথা শুনতে পাই। উঠে দেখি বাড়ির সামনে রাস্তায় একটি মিনি ট্রাক ও ৩/৪টি মটরসাইলে নিয়ে ৮/৭ জন মুখোস পড়া সশস্ত্র দূবৃত্ত গোয়াল ঘর থেকে গরু দুটি মিনি ট্রাকে তুলছে। এ সময় ওখানে কারা জানতে চাইলে দূবৃত্তরা গালিাগালাজ করে কথা বললে গুলি করে হত্যার হুমকি দেয়। এ সময় আমি ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে গৌরনদীর মাহিলাড়া এলাকায় টহলে থাকা এক পুলিশ কর্মকর্তা আমাকে সকালে থানায় জিডি করার পরামর্শ দিয়ে সংযোগ কেটে দেন। আমি ভয়ে চুপ থাকলে দূবৃত্তরা মিনি ট্রাকে আড়াই লাখ টাকা মূল্যের গরু দুটি লুট করে নিয়ে যান। আবুল কালাম আরো বলেন, গাভির দুধ বিক্রি করে আমার সংসার চলত এখন আমি কি দিয়ে সংসার চালাবো। রাজনৈতিক প্রতিহিংসা থেকে অজ্ঞাতনামা রাজনৈতিক দূবৃত্তরা আমার গরু ছিনতাই করে নিয়ে গেছে। এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবহিত না। খোজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হবে।