Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুরে কিশোরের বুদ্ধিমত্তায় বেঁচে গেল একটি পরিবার, মামলা দায়ের গ্রেপ্তার-১

    | ১৮:৩৬, ডিসেম্বর ২৭ ২০২৩ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদক ঃ বরিশালের উজিপুর উপজেলা শিকারপুর ইউনিয়নের দক্ষিণ শিকারপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ভাতিজী নাসিমা বেগমের পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে খাবার পানির কলসিতে বিষাক্ত পদার্থ মিশিয়ে দেয় চাচা আলম সিকদার । বিষ মেশানোর পুরো  বিষয়টি  মুঠোফোনে ভিডিও করে নাসিমার কিশোর পুত্র। এ ঘটনায় বুধবার উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ চাচা আলম সিকদারকে গ্রেপ্তার করে বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে সোপর্দ করেছে।

    স্থানীয়রা জানান, উজিপুর উপজেলা শিকারপুর ইউনিয়নের দক্ষিণ শিকারপুর গ্রামের মৃত হাকিম শিকদারের ছেলে আলম সিকদারের সাথে একই গ্রামের ভাতিজি নাসিমা বেগমের জমাজমি নিয়ে পূর্ব শত্রুতা চলে অসছিল। বিরোধের জের দরে আলম সিকদার একাধিকবার ভাতিজির পরিবারেরে সদস্যদের ক্ষতি করার চেষ্টা করে। সম্প্রতি সময়ে খাবার পানির কলসিতে বিশাক্ত দ্রব্য মিশিয়ে দেয় কে বা কারা। পরে পানির রং পরিবর্তন দেখে ও গন্ধ পেয়ে পানি পান না করে ফেলে দেন।  নাসিমার পুত্র তামিম হোসেন (১৪) জানান, মঙ্গলবার বাড়িতে সে একা ছিল। রাতে বসত ঘরের চারিপাশে তার চাচাতো দাদা আলম সিকদারকে ঘোরাফেরা করতে দেখে তার সন্দেহ হয়। এ সময় তামিম ঘরের মধ্যে গোপনে নিজের মুঠোফোনে ভিডিও অন করে রেখে  দরজা খোলা রেখে ঘর থেকে বাহির হয়ে যায়। ২০ মিনিট পরে ঘরে ভিডিওতে দেখতে পান, আলম সিকদার  তাদের বসত ঘরে ঢুকে ঘরে থাকা খাবার পানির কলসিতে  বিশ মিশিয়ে দিচ্ছে। পরে তার মা নাসিমা বেগম বাড়িতে আসলে ছেলে সব ঘটনা মাকে খুলে বললে মা নাসিমা বেগম এলাকার লোকজনকে খবর দেন এবং ১৮ মিনিটের  ধারনকৃত ভিডিও সবাইকে দেখান। এ সময় স্থানীয়রা আলম সিকদারকে পিটুনী দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ আলম সিকদারকে আটক করে থানায় নিয়ে আসে। নাসিমা বেগম অভিযোগ করে বলেন, চাচা আলম সিকদার আমার পরিবারবক দমন করতে নানান ষরযন্ত্র করে আসছে। পরিবারের সদস্যদের হত্যা করতে পূর্বেও একটার পানির কলসিতে বিষ মিশিয়েছিল যা তখন ধরা পড়েনি। এবারে ছেলের বুদ্ধিমত্তায় ধরা পড়েচে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আলম সিকদার বিষ দেওয়ার কথা স্বীকার করে বলেন, কাজটি করা ঠিক হয়নি আমার ভূল হয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহমেদ বলেন, খাবার পনির কলসিতে বিষ মেশানোর ঘটনায় নাসিমা বেগম বাদি হয়ে চাচা আলম সিকদারকে আসামি করে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

    Post Views: ১৯২

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • আগৈলঝাড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
    • অর্ধবার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
    • গৌরনদীতে দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
    • গৌরনদীতে বাল্য বিয়ে পন্ড, বর-কনের   ৮০হাজার টাকা জড়িমানা
    • গৌরনদীতে দুই বসতঘরে আগুন দিলো মাদক সেবী
    • সুস্থ্য জীবনে ফিরতে চায় মুরাদ
    • গৌরনদীতে দুই আওয়ামী লীগ নেতাসহ  গ্রেপ্তার-৭
    Top