বরিশাল
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই-রাশেদ খান মেনন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-২ আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। নির্বাচনী প্রচারনার উদ্ধোধনকালে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মাঠে না থেকে টোকাই দিয়ে ২/১টি গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে চায়। তাদের সে আশা পূরণ হবে না, জনগণ নির্বাচনমুখী। জননেত্রী শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। বর্তমানে বিদেশীদের তেমন কোন চাপ নেই, কারণ তারা দেখছে দেশ অবাধ শান্তিপূর্ব নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে।
উজিরপুর উপজেলার গুঠিয়া বন্দর থেকে নির্বাচনী গণসংযোগের সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন খান, গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আওরঙ্গজেব হাওলাদার, জহিরুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক এস.এম মিন্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন খান, আওয়ামীলীগ নেতা আতাহার মেম্বর, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আসাদ মোল্লা, উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা এইচ. এম হারুনসহ শতাধিক নেতাকর্মী। বরিশাল-২ আসনে প্রথমে নির্বাচনী গণসংযোগ শুরু করেন গুঠিয়া বন্দর, দাসেরহাট, নারায়নপুর, পঞ্চগ্রামসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন তিনি। এরপরে বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক হোসেনের মৃত্যুতে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান।