বরিশাল
উজিরপুরে সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় সাধারন ডায়রী
নিজস্ব প্রতিবেদকঃ প্রকাশিত সংবাদের জের ধরে বরিশালের উজিরপুর উপজেলায় কর্মরত দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মো. মাহফুজুর রহমানকে প্রাননাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।
সাধারন ডায়রীতে বলা হয়, ১৩ ডিসম্বের জাতীয় দৈনিক মানবকন্ঠে ‘‘উজিরপুরে জমি দখল করতে সংখ্যালঘু পরিবারের হয়রানী” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর গত ১৪ ডিসেম্বর সংখ্যালঘু পরিবারের হয়রানীকারী হস্তিশুন্ড গ্রামের আমির হোসেন আকন (৪৫) ও সোলাইমান হাওলাদার (৬০) সহ৪/৫ জন ক্ষিপ্ত হয়ে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মো. মাহফুজুর রহমানকে প্রাননাশের হুমকি দেয়। মাহফুজুর রহমান অভিযোগ করে বলেন, গত ১৪ ডিসেম্বর আমি সহকর্মি দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি নাজমুল হক, দৈনিক সংবাদের প্রতিনিধি কল্যাণ চন্দ, দৈনিক আমাদের সময়ের উজিরপুর প্রতিনিধি আব্দুর রহিম উজিরপুর থানার সংলগ্ন ডাকবাংলা সড়কে উপস্থিত হলে আমির হোসেন আকন (৪৫) ও সোলাইমান হাওলাদার (৬০) সহ৪/৫ জন এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে আমাদের প্রাননাশের হুমকি দেন। এ ঘটনায় শুক্রবার উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আমির হোসেন আকন ও সোলাইমান হাওলাদার বলেন, সংবাদে প্রকাশের কারনে আমি বিব্রত হয়েছি যে কারনে কিছুটা ক্ষিপ্ত আচরন করেছি তবে হত্যার হুমকির কথা সঠিক নয়। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, হুমকির ঘটনায় মাহফুজুর রহমান থানায় একটি সাধারন ডায়রী করেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।