গৌরনদী
গৌরনদী-আগৈলঝাড়ায় বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদকঃ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। শনিবার দিবসের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে সাতটায় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিদেবন করেন প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা।
সকাল আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ ও জাতীয় সংঙ্গীত পরিবেশন শেষে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধণ করেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। এ সময় উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, ওসি মো. আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ অন্যান্যরা। এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। কুচকাওয়াজে থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্য, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। একইদিন বেলা এগারটায় উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিজয় র্যালি বের করা হয়। র্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে বরিশালের আগৈলঝাড়ায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সুর্যোদয়ের সাথে থানা প্রাঙ্গনে একত্রিশবার তোপধ্বনি, পরে সরকারী, বেসরকারী আধাসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। উপজেলা প্রশাসন পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করেন। উপজেলা আওয়ামীলীগও দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন, জাতীয়, দলীয় পতাকা উত্তোলন শেষে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিনের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন, ইউপি চেয়ারম্যান বিপুল দাস ও শফিকুল ইসলাম টিটু তালুকদারসহ প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।