বরিশাল
আগৈলঝাড়া-গৌরনদীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদকঃ বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিনের সভাপতিত্বে ১৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন প্রমুখ। একই দিন মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে ৫৫০ মুক্তিযোদ্ধাকে সংবধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা চত্ত¡রে সুকান্ত বাবু মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। ইউএনও আবু আবদুল্লাহ্ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, রীব মুক্তিযোদ্ধা আকন মেজবাউদ্দিন, আব্দুল হালিম প্রমূখ।