গৌরনদী
বরিশাল-২ আসনে রাশেদ খান মেননসহ ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল
নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত বরিশাল-২ (উজিরপুর- বানরীপাড়া) আসনে রাশেদ খান মেননসহ ১২টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা জানান।
বরিশাল-২ (উজিরপুর-বানরীপাড়া) আসনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার ইউনুস, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী রনজিৎ কুমার বাড়ৈ, কৃষক শ্রমিক জনতালীগের গামছা প্রতিকের প্রার্থী সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী স্বপন মৃধা। এ ছাড়া প্রার্থী হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের পক্ষে দলীয় নেতাকর্মিরা প্রার্থীতার ডামি কপি জমা দিয়েছেন । স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য জহিরুল ইসলাম ওরফে টুটুল ও জাতীয় পার্টির সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল হোসেন ১২ জন।