বরিশাল
নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে উজিরপুরে বিক্ষোভ মিছিল, শিবিরের সাত নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ রিশালের উজিরপুর উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বৃস্পতিবার দুপুরে ও সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং জামায়াত-শিবিরের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইসলামি ছাত্র শিবিরের সদস্য উপজেলার মশাং গ্রামের মৃত্য মন্নান মোল্লার ছেলে জাহিদুল ইসলাম (২০) মো.মোক্তার হোসের সিকদারের ছেলে গোলাম কিবরিয়া (২৪), চকমান গ্রামের ইয়াকুব ফকিরের ছেলে মাহাবুব ফকির (১৯), এক’ই গ্রামের রেজাউল তালুকদারের ছেলে রাকিবুল ইসলাম (১৬), ও খলিলুর রহমান তালুকদারের ছেলে সায়মান তালুকদার (২০), বরিশাল সদর থানার হারুন আ রশিদ আকনের ছেলে মেহেদী হাসান (২০),বাগেরহাট জেলার মৃত্য মাসুম বিল্লাহ’র ছেলে আবু সাঈদ হাওলাদার (২৫) কে গ্রেফতার করে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাফর আহম্মেদ বলেন,
অরাজকতা ও নাশকতা সৃষ্টি করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা একত্রিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।