বরিশাল
মধ্যরাতে পুড়লো দিনমজুরের বসতঘর
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় এলাকার (মহাসড়কের পাশে) একটি বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘরটি সম্পূর্ন ভষ্মিভূত হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ওই এলাকার নাসির হাওলাদার নামের এক দিনমজুরের বসতঘরে এ ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কাঠের ঘরটি সম্পূর্ন পুড়ে যায়। এতে ঘর মালিকের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়। তবে কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।