বরিশাল
আগৈলঝাড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পার্পণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পুস্পমাল্য অর্পণ শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠ থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে গিয়ে শেষ হয়। পরে ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, সাবেক যুবলীগের সাধারন সম্পাদক জসীম উদ্দিন সরদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মলিনা রানী রায়, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক বজলুল রহমান হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত ও রাজিহার ইউনিয়ন যুবলীগ সভাপতি জগদীশ ভক্তসহ প্রমুখ।