গৌরনদী
উজিরপুরে আগুনের ঘটনায় ৭৭ বিএনপির নেতাকর্মির বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দফার দ্বিতীয় দিন রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে অজ্ঞাতনামা দূবৃত্তরা টায়ার জ¦ালিয়ে আগুন ধরিয়ে যানবাহনে আগুন দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ খাইরুল আলম বাদি হয়ে উজিরপুর মডেল থানায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ এজাহার নামীয় এক শ্রমিক দলের নেতাকে গ্রেপ্তার করেছে।
মামলার আসামিরা হলেন, উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হুমায়ুন খান, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান বাদশা, মোঃ সিদ্দিকুর রহমান সরদার, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান হাওলাদার, খোকন ডাকুয়া, সোহেল হাওলাদার, নুর আলম, শাওন সিকদার, গিয়াস আকন, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ সহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কে.এম শামছুদ্দোহা, সদস্য সচিব মোঃ পনির খান, পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবউদ্দিন, সদস্য সচিব মোঃ প্রিন্স, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মনির সরদার, সাবেক সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ হাইয়ুম খান, সদস্য সচিব মোঃ সহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব মোঃ আকাশ বালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহামুদ গোমস্তা ও সদস্য সচিব মোঃ কাইয়ুম খানসহ
৪২ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করা হয়েছে।
বরিশাল জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হুমায়ুন খান বলেন, গত ১৫ বছরে ক্ষমতাসীন আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলা মামলা নির্যাতনে বিএনপি নেতাকর্মিরা এলাকাছাড়া । একজন নেতাকর্মিও এলাকায় থাকতে পারে না। আওয়ামীলীগের সন্ত্রাসীরা মহাসড়কে আগুন ধরিয়ে নিরিহ শতাধিক বিএনপি নেতাকর্মিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্কালে বিএনপি নেতাকর্মিদের মিথ্যা মামলা দিয়ে দুরে সরিয়ে রেখে এক তরফা নির্বাচন করতেই এ মিথ্যা মামলা দায়ের করেছে। এ অভিযোগ প্রত্যতান করে উজিরপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী বলেন, বিএনপির অভিযোগের কোন সত্যতা নাই, বিএনপি আগুন সন্ত্রাসীর দল, জনগনের পুড়িয়ে মারাই তাদের কাজ। বিএনপি সন্ত্রাসীরা ঘটনা ঘটিয়েছে বলেই মামলা হয়েছে।
মামলার বাদি উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ খাইরুল আলম এজাহারে উল্লেখ করেন, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে একদল দূবৃত্ত টায়ার জ¦ালিয়ে আগন দিয়ে সড়কে যান চলাচলে বাধার সৃষ্টি করে এবং যানবাহনে আগুন দেয়ার চেষ্টা করে। মহাসড়কে আগুন দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিভিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।