গৌরনদী
গৌরনদীতে ঝাটকা ইলিশ জব্দ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে ২ মন ঝাটকা ইলিশ জব্দ করে তা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বরিশালÑঢাকা মহাসড়কের টরকী বাসষ্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে প্রায় ২ মন ঝাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আবু আবদুল্লাহ খানের উপস্থিতিতে জব্দকৃত ঝাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।