বরিশাল
আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের জল্লা গ্রামে বুধবার মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান জানান, বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কলারভিটা গ্রামের হরষিত মন্ডলের স্ত্রী শোভা রানী দুই বছরের ছেলে প্রদীপ মন্ডলকে নিয়ে উজিরপুর উপজেলার জল্লা গ্রামে বাবার বাড়ি বেড়াতে আসে। বুধবার সকালে শিশু পুত্র প্রদীপ খেলতে গিয়ে সকলের অজান্তে নিখোজ হন। আত্মীয় স্বজনরা অনেক খোজাখুজি করে না পেয়ে বাড়ির পুকুরে খুজতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে শিশু প্রদীপকে দেখতে পেয়ে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা আফরোজ প্রদীপকে মৃত ঘোষনা করেন।


