গৌরনদী
বিএনপি নেতাদের গ্রেপ্তারে সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের প্রতিবাদ ও নিন্দা
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি’র সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট আলী হায়দার বাবুল সহ কেন্দ্রীয় বিএনপি ও বরিশাল বিভাগীয় বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দের গ্রেফতারের ঘটনায় এবং মিথ্যা মামলা দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠিত করে আবারো ক্ষমতা কুক্ষিগত করার গভীর মাস্টার প্লানের অংশ হিসেবেই অবৈধ শাসক গোষ্ঠী বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দসহ দেশব্যাপী সকলপর্যায়ের নেতাকর্মীকে ব্যাপকহারে গ্রেফতার ও হামলা মামলা শুরু করেছে। ক্ষমতালোভের পাশাপাশি চলমান গণআন্দোলনে ভীত হয়ে নিশিরাতের সরকার বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে মানুষ হতাহতের নৃশংসতায় মেতে উঠেছে। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বলতে চাই-এভাবে গ্রেফতার ও নানা কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে চলমান গণআন্দোলনকে দমন করা যাবে না। জনগণ বুঝে গেছে যেকোনো অপ্রীতিকর ঘটনা নিজেরাই ঘটিয়ে অন্যের উপর দোষারোপ আওয়ামীলীগের পুরনো নোংরা রাজনীতি।
ইতিহাস সাক্ষ্য দেয়-বিশ্বের বড় বড় স্বৈরাচারেরাও জনগণের নিকট পরাজিত হয়েছে। বর্তমান আওয়ামী দখলবাজ সরকারকেও জনগণের ন্যায্য আন্দোলনের কাছে মাথা নত করে বিদায় নিতে বাধ্য হবে।”বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আকন কুদ্দুসুর রহমান অবিলম্বে বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।